এডুটাইমসবিডি
২৬ জুলাই ২০২৪, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এ প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠান

শুক্রবার (২৬ জুলাই) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এ জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০২৪ সেশনের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপ্তি উপলক্ষ্যে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামান। এছাড়াও অন্যান্যদের মধ্যে ফুলবাড়ীয়া বাজার লুঙ্গী মহল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোঃ আব্দুস ছালাম, ব্যবসায়ী মোহাম্মদ হাসমত আলী সেলিম, সংশ্লিষ্ট প্রশিক্ষকসহ অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

প্রধান অতিথির বক্তব্যে মো. তৌহিদুজ্জামান বলেন, আমার এই প্রতিষ্ঠান দাঁড় করানোর উদ্দেশ্য দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়তে ভূমিকা রাখা। ইতোমধ্যে আমাদের কয়েকজন প্রশিক্ষণার্থী রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যুক্ত আছে। আমরা চেষ্টা করছি বর্তমান চাকরি বাজারের দিক বিবেচনা করে কর্মক্ষেত্রের উপযোগী প্রশিক্ষণ প্রদান করতে। তিনি আরও বলেন, নিজ এলাকার তরুণ ও যুবকদের প্রশিক্ষণের সুব্যবস্থা করার জন্যই নিজের এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছি। ভবিষ্যতে আরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনজন প্রশিক্ষণার্থীকে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহযোগ আন্দোলন নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

আজ সারাদেশে বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রোববার থেকে অফিস টাইম বাড়লো

সেরা ইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪

ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এ প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠান